২০১৪ সালের পর পাকিস্তানে সর্বোচ্চ আত্মঘাতী হামলা

২০১৪ সালের পর পাকিস্তানে সর্বোচ্চ আত্মঘাতী হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে ২০১৪ সালের পর চলতি বছরই সর্বোচ্চ সংখ্যাক আত্মঘাতী হামলা হয়েছে। এসব হামলার প্রায় অর্ধেক হয়েছে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে আত্মঘাতী হামলাগুলো থেকে নিহত ব্যক্তিদের মধ্যে ৪৮ ভাগ এবং আহতদের ৫৮ ভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য।

এতে বলা হয়, ২৯টি আত্মঘাতী হামলায় ৩২৯ জনের প্রাণহানি এবং ৫৮২ জন আহত হয়েছে। ২০১৩ সালের পর এটাই সর্বোচ্চ আত্মঘাতী হামলা। ওই বছর ৪৭টি আত্মঘাতী হামলা হয়েছিল।

প্রতিবেদনে ২০২২ সালের সাথে তুলনা করে বলা হয়, ওই সময়ের তুলনায় এবার আত্মঘাতী হামলা বেড়েছে ৯৩ ভাগ, আর মৃত্যু বেড়েছে ২২৬ ভাগ। গত বছর ১৫টি হামলায় ১০১ জনের মৃত্যু এবং ২৯০ জন আহত হয়েছিল।

আর আঞ্চলিক হিসাবে খাইবার পাকতুনখাওয়ায় সবচেয়ে বেশি হামলা হয়েছে। সেখানে ২৩টি ঘটনায় ২৫৪ জন নিহত এবং ৫১২ জন আহত হয়েছে। আর ওই প্রদেশের মধ্যে সাবেক কেন্দ্রশাসিত (এফএটিএ) এলাকায় ১৩টি আত্মঘাতী হামলা হয়েছে। এতে ৮৫ জনের মৃত্যু এবং ২০ জন আহত হয়েছে।

এছাড়া বেলুচিস্তানে পাঁচটি আত্মঘাতী হমালয় ৬৭ জনের মৃত্যু এবং ৫২ জন আহত হয়েছে।
আর সিন্ধুতে একটি আত্মঘাতী হামলায় আটজনের মৃত্যু এবং ১৮ জন আহ্ত হয়েছে।

তথ্যে দেখা গেছে, এসব হামলার মূল টার্গেট ছিল নিরাপত্তা বাহিনী। আর বেসামরিক নাগরিকরা ছিল দ্বিতীয় বৃহত্তম শিকার।

 

সূত্র : ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *