২০২৪ সালের হজ কার্যক্রম আরও সুন্দরভাবে করা হবে

২০২৪ সালের হজ কার্যক্রম আরও সুন্দরভাবে করা হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২৪ সালের হজ কার্যক্রম আরও সুন্দরভাবে করা হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানানো হয়েছে।

রোববার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং মোসা. তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী, মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী, ২১ আগস্ট শাহাদতবরণকারীসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বৈঠকে ১৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৮তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়াকফ প্রশাসন এবং সদ্য সমাপ্ত হজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

পবিত্র হজ ২০২৩ এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সবাইকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া আগামী ২০২৪ সালের পবিত্র হজ কার্যক্রম আরো সুন্দরভাবে করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এরইমধ্যে শুরু করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *