২১ ভাষায় কোরআনের ১২ লাখ অনুবাদ কপি বিতরণ করছে সৌদি

২১ ভাষায় কোরআনের ১২ লাখ অনুবাদ কপি বিতরণ করছে সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের ২১টি ভাষায় পবিত্র কোরআন শরীফের অনুবাদের লক্ষাধিক কপি বিতরণ করছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স কল অ্যান্ড গাইডেন্সের তত্ত্বাবধানে কিং ফাহাদ কমপ্লেক্স ২৯টি দেশে ১২ লাখ কপি কোরআনের অনুবাদ কপি বিতরণ শুরু করে।

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম বিশ্বে সৌদি বাদশাহর উপহার হিসেবে বিপুলসংখ্যক কোরআনের অনুবাদ কপি বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন দেশে অবস্থিত সৌদি দূতাবাস ও অধিভুক্ত বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় তা বিতরণ করা হবে।

বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে পবিত্র কোরআন বিতরণে সৌদি বাদশাহর সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল আলে শেখ।

সূত্র : সৌদি গেজেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *