পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবাসী আয়ে ফের সুবাতাস বইছে। চলতি মাসের ডিসেম্বরের প্রথম ২২ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে (বৈধ পথে) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছে ১৫৬ কোটি ৯৫ লাখ ডলার। এ হিসাবে দৈনিক রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৩ লাখ ডলার। যা আগের মাস নভেম্বর ও গত বছরের ডিসেম্বরের চেয়ে বেশি।
রোববার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৪৩ ডলার। তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে।