২২ হাজার মানুষকে ক্ষমা করল ইরান

২২ হাজার মানুষকে ক্ষমা করল ইরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২০০ মানুষকে ক্ষমা করেছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেইর বরাত দিয়ে গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরিনা।

রাষ্ট্রীয় গণমাধ্যাম গত মাসের প্রথম দিকে প্রতিবেদন করেছিল, সুপ্রিম লিডার আলী খামেনি ইরানের বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ হাজার হাজার বন্দীকে ক্ষমা করেছেন।

ইজেই এই বিষয়ে বলেন, ‘এখন পর্যন্ত ৮২০০০ জনকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে আছে ২২০০০ মানুষ, যারা বিক্ষোভে অংশ নিয়েছিল।’ তবে তিনি কোন মেয়াদে ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা উল্লেখ করেননি।

গত সেপ্টেম্বরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা এক তরুণ ইরানি কুর্দি নারীর মৃত্যু হয়। এরপর থেকেই ইরান জুড়ে বিক্ষোভে ছড়িয়ে পড়ে। হিজাব আইন ভঙ্গের জেরে ওই নারীকে প্রেপ্তার করা হয়েছিল।

  • সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *