২৩ দিন পর ভারতীয় কোস্টগার্ড যেভাবে উদ্ধার করলো বাংলাদেশি ট্রলার

২৩ দিন পর ভারতীয় কোস্টগার্ড যেভাবে উদ্ধার করলো বাংলাদেশি ট্রলার

২৩ দিন পর ভারতীয় কোস্টগার্ড যেভাবে উদ্ধার করলো বাংলাদেশি ট্রলার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে। ১৯ জন বাংলাদেশিকে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, ৭ ডিসেম্বর রাতে ভারতীয় কোস্টগার্ডের একটি বিমান বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এমন সময় দেশটির একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) একটি মাছ ধরার ট্রালার দেখতে পায়। এসময় তারা ভিএইচএফ রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এমন অবস্থায় কোস্টগার্ডের বিমান টহল দলের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ (আইসিজিএস) বরদে বার্তা পাঠানো হয়। বরদ জাহাজটি তখন অন্য একটি অপারেশনে নিয়োজিত ছিল। ঘটনা জানার পর বরদ দ্রুত এগিয়ে যায় বাংলাদেশি ট্রালারের দিকে।

ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা ৮ ডিসেম্বর সকালে বাংলাদেশি জাহাজ কাছে পৌঁছাতে সক্ষম হয়। তারা সেখানে গিয়ে দেখতে পান ট্রলারটি বাংলাদেশি। সেখানে ১৯ জন আরোহী রয়েছেন। তদন্তে ভারতীয় কোস্টগার্ড জানতে পারে এই ট্রলারটির নাম ‘রানা’। ১৫ নভেম্বর জাহাজটি কক্সবাজার থেকে ছেড়ে যায়। ট্রলারের মেশিনে সমস্যা থাকার কারণে বন্ধ হয়ে যাওয়ায় এটি ঢুকে পড়ে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে।

ট্রলারটির আরোহীরা খাবার ও পানি সংকটে ছিলেন বলে জানানো হয়। ভারতীয় কোস্টগার্ডের দাবি, ট্রলারে খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। বাংলাদেশি কোস্টগার্ডকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরন করে ট্রলারটি ও আরোহীদের ফেরানোর জন্য আনুরোধ জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *