৩৮৯ যাত্রী নিয়ে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট

৩৮৯ যাত্রী নিয়ে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের মদিনার উদ্দেশে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটে ৩৮৯ জন যাত্রী রওনা হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৭ ফ্লাইটটি রওনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট কার্যালয়ের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার। তিনি বলেন; সিলেট থেকে আরও পাঁচটি ফ্লাইট সরাসরি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। বাকি ফ্লাইটগুলোয় সিলেট থেকে প্রায় দুই হাজার যাত্রী যাবেন।

বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, সিলেট থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটে ৩৮৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঢাকার ২৯ জন ও ৩৬০ জন যাত্রী ছিলেন সিলেটের। সিলেট থেকে আরও পাঁচটি বিমান বাংলাদেশের ফ্লাইটে হজের জন্য সরাসরি মদিনা যাবেন যাত্রীরা। ৩০ মে এবং আগামী ১, ৩, ৬ ও ৯ জুন ফ্লাইটগুলো সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ৩০ মে ও ১ জুন সিলেট থেকে ৩৬০ জন করে হজযাত্রী এবং ৩, ৬ ও ৯ জুন ৪১৯ জন যাত্রী সিলেট থেকে হজের উদ্দেশে যাবেন।

এর আগে আজ বেলা তিনটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুছামুদ্দিন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

Related Articles