পাথেয় টোয়েন্টিফোর : আগামী ৩ অক্টোবর সারা দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ৪ অক্টোবর সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ বিরোধী নেতাদের মামলা ও সাজা প্রত্যাহার, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারে এবং জনসভায় ঘোষিত ৭ দফা দাবি ও ১২ লক্ষ্য অর্জনের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার বিএনপি আয়োজিত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী নেতাদের মামলা ও সাজা প্রত্যাহার, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের দাবি এবং আমাদের দাবি ও লক্ষ্য অর্জনের দাবিতে আগামী ৩ অক্টোবর সারাদেশের সকল জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সমাবেশ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। পর্যায়ক্রমে আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আন্দোলনের মাধ্যমের সরকারকে বাধ্য করা হবে বেগম জিয়াকে মুক্তি দিতে।
জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অ্যাডভোকেট বজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুজিবর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দরা বক্তব্য রাখেন।