আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ যাচ্ছেন। সেখানে পৃথক দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই মূলত প্রধানমন্ত্রীর এ সফর।

পীরগঞ্জের বধূমাতার আগমনকে ঘিরে পুরো জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সাজসাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় কয়েক লাখ লোকের অংশগ্রহণ নিশ্চিত করতে দু’দিন ধরে মাইকিং, লিফলেট বিতরণ, দফায় দফায় বর্ধিত সভাসহ নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।

জানা যায়, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে যাবেন তিনি।

প্রধানমন্ত্রী ফতেহপুরে তাঁর স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন।

এর পর প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনকে সামনে রেখে কদিন ধরেই গোটা উপজেলায় সাজ সাজ রব, চলছে পোস্টারিং ও মাইকিংসহ ব্যাপক প্রচারণা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। এর আগে তিনি ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মীসভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *