তৃতীয়বারের মতো দায়িত্ব পেলেন তালুকদার আব্দুল খালেক

তৃতীয়বারের মতো দায়িত্ব পেলেন তালুকদার আব্দুল খালেক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: খুলনা সিটি করপোরেশেন (কেসিসি) মেয়র হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে ও তৃতীয়বারের মতো দায়িত্ব পেলেন নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ দায়িত্ব নেন।

একই সঙ্গে কেসিসির সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ জন কাউন্সিলরও দায়িত্ব নিয়েছেন।

করপোরেশেনরে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার।

অনুষ্ঠানে সংসদসদস্য মো. আখতারুজ্জামান বাবু, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনার বর্ষিয়ান রাজনীতিক তালুকদার আব্দুল খালেক ২০০৮ সালের সিটি নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয়বার ও চলতি বছর ১২ জুন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তিনি এর আগে বাগেরহাটের মোংলা-রামপাল সংসদীয় আসন থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *