সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের

সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচনের জন্য একবারেই ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।

গতকাল বুধবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত পরে সাংবাদিকদের জানানো হয়।

সাবেক সিইসি মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বারবার ভোটগ্রহণ করে এতো কাগজ নষ্ট, এতো অর্থ ব্যয়ের দরকার নেই।’

সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘সংসদীয় পদ্ধতি থাকবে। আমেরিকার মতো ওই দ্বিক্ষক বিশিষ্ট সংসদ আনার দরকার নাই। নির্বাচনকে সরলীকরণ করতে হবে।’

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। কেননা মনোনয়নপত্র বাণিজ্যই নির্বাচনী বাণিজ্য এনেছে। ২০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনব, ১০ কোটি টাকা ছড়াব। পাঁচ বছর থাকলে দুইশ, আড়াইশ কোটি টাকা লাভ করব, সোজা হিসাব। এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে এজন্য। কাজেই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে।’

এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘অনেক রকম গুরুত্বপূর্ণ, অভিনব, সৃজনশীল প্রস্তাব রয়েছে। সব পর্যালোচনা করে আমরা সুপারিশ করব।’

Related Articles