শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি চর্চার আহ্বান

শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি চর্চার আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি আর উৎকর্ষতায় নিজ হাতে প্রিয় দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। একইসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার আহ্বান জানান

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিজয় দিবসের আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আত্মমর্যাদার সঙ্গে থাকবে। আমি জানি, তোমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাও। একইসঙ্গে তোমরা পড়াশোনা করো, বাবা-মা, ভাই-বোনকে দেখো। এজন্য তোমাদের স্বাগত জানাই। তবে তোমরা অবশ্যই নিয়মিত পাঠ গ্রহণ করবে। কারণ, এই প্রিয় দেশমাতৃকা আমাদের নিজেদের হাতে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর নাগরিকরা যেমন তথ্য অবগাহন করে। একই তথ্য তুমি ডিজিটাল বাংলাদেশের সুবাদে অবগাহন করতে পারো। স্মার্ট সিটিজেন শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বের নাগরিক হতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি আর উৎকর্ষতায় নিজ হাতে প্রিয় দেশমাতৃকা গড়ার শপথ নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুণগত শিক্ষার মান উন্নয়ন করতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিতে আমাদের কাজ করতে হবে। শিক্ষকদের এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। শিক্ষার্থীদের পড়ালেখা নিয়মিত করতে হবে। অপরাজনীতি থেকে দূরে থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *