পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) ভোর থেকে মিনিবাস বাস চলাচল বন্ধ করে দিয়েছে সুনামগঞ্জ পরিবহন মালিক সংগঠন এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বাস ধর্মঘটের কারণে সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর দিরাই ছাতক জামালগঞ্জসহ ৬ টি রুটে মিনিবাস ও বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন ধর্মঘটের ফলে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনে তারা সিএনজি অটোরিকশায় চড়ে বেশি ভাড়া দিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।
বাস মালিকরা জানান, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। গত পাঁচ আগস্ট ছাত্রজনতা এই সেতুটিতে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু ২ মাস ৫ দিন বন্ধ থাকার পর একটি মহল এবং সিলেটের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ লামাকাজি সেতুতে টোল আদায় টেন্ডার আহ্বান করে। এই টেন্ডার বাতিলের দাবিতে সুনামগঞ্জ সিলেট সড়কে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এবং সুনামগঞ্জের সিএনজি, অটোরিকশা, হিউম্যান হোলার্স, সুজুকি, লেগুনা, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা যৌথভাবে বুধবার থেকে ধর্মঘট কর্মসূচি পালন করছে।
সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব জুয়েল মিয়া বলেন, সিলেটের লামাকাজী সেতুর মেয়াদ পেরিয়ে গেলেও টোল আদায় বন্ধ হয়নি। এতে পরিবহন শ্রমিক মালিক যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই টোল আদায় বন্ধের দাবিতে ধর্মঘট পালিত হচ্ছে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক বলেন, সিলেটের লামাকাজী ও শান্তিগঞ্জের ছয়হারা সেতুতে প্রতিবছর টোল আদায় করা হয়। এতে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ মেয়াদে টোল দেয়ার ফলে বাস মালিক শ্রমিক সবার আয় রোজগারে টান পড়েছে। তাই টোল আদায় বন্ধ না করা পর্যন্ত পরিবহন শ্রমিক মালিকদের ধর্মঘট চলবে।