পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ ভারতীয় নাগরিককে আটক করে।
আটক তিন ভারতীয় নাগরিক হলেন, শ্রী প্রদীপ পাল (৫০), অজিত বিশ্বাস (৪০) ও শ্রী সমীর দাস (৩০)।
প্রদীপ পাল ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পালের ছেলে। অজিত বিশ্বাস রানীর খামার গ্রামের শ্রী অমূল্য বিশ্বাসের ছেলে।
আর সমীর দাস সিধাই থানার গোপালনগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাসের ছেলে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় হস্তান্তরপূর্বক মামলা দায়ের করা হয়েছে।