পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মিরপুর পল্লবীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সাত জনের মধ্যে আব্দুল খলিল (৪০) নামে একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। দগ্ধ খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামে।
তিনি বলেন, খলিলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
এরআগে গত শনিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের সি ব্লকের এভিনিউ-৫, একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জনসহ সাত জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- রং মিস্তিরি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে আব্দুল্লাহ (১৩), ছেলে মোহাম্মদ (১০), ইসমাইল (৪), একই বাসার ভাড়াটিয়া স্বামী স্ত্রী গার্মেন্টস কর্মী সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৫)।
নিহত খলিলের ভাইরা আব্দুল হালিম জানিয়েছিলেন, ঐ বাসায় পুরো রুমটিতে গ্যাসে আচ্ছন্ন হয়েছিল। খলিল রাত আনুমানিক তিনটার দিকে কয়েল ধরানোর জন্য দিয়াশলাই ধরাতেই আগুনের ঘটনা ঘটে। এতে তারা সবাই দগ্ধ হন।
খলিলের বড় ভাই মিলন বলেন, ঐ বাসার গ্যাসের লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমা হয়ে ছিল। ঘটনার পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ভোরে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে আসেন।