ইরানে সাংস্কৃতিক ব্যবস্থা সংশোধনের আহ্বান খামেনির

ইরানে সাংস্কৃতিক ব্যবস্থা সংশোধনের আহ্বান খামেনির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের সাংস্কৃতিক ব্যবস্থার বিপ্লবী পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খামেনি বলেন, দেশের সাংস্কৃতিক কাঠামোতে বিপ্লব ঘটানো প্রয়োজন। দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতির দুর্বলতাগুলো সুপ্রিম কাউন্সিলকে পর্যবেক্ষণ করা উচিত।

গত সেপ্টেম্বরে ২২ বছরের কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ওই বিক্ষোভ থেকে “নৈতিকতা পুলিশের” কার্যক্রম বাতিল এবং বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা।

গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকার স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, হিজাববিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরান সরকার ব্যাপকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করছে।

এর আগে রবিবার (৪ নভেম্বর) ইরানের নারী ও বিক্ষোভকারীদের ওপর নির্যাতন-সহিংসতার অভিযোগের জেরে “নৈতিকতা পুলিশের” কার্যক্রম স্থগিত করে দেশটির কর্তৃপক্ষ।

দেশটিতে দুই মাসের বিক্ষোভ চলার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি এই ঘোষণা দেন।

১৯৭৯ সালে বিপ্লবের পর থেকে ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জগুলির মধ্যে একটি মনে করা হচ্ছে এই বিক্ষোভকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *