পাঁচ মামলায় আসামি ১২০০ বিএনপি কর্মী!

পাঁচ মামলায় আসামি ১২০০ বিএনপি কর্মী!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সদর থানায় পাঁচটি মামলা হয়েছে। গতকাল রবিবার মামলাগুলো করে পুলিশ। চারটি মামলায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা ও ভাঙচুর এবং একটি মামলায় ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

মামলাগুলোয় বিএনপি-জামায়াতে ইসলামীর ৮১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা এক হাজার ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এরই মধ্যে বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলার ছাত্রদল নেতা মোস্তফা কানন, আটোয়ারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান আতা, বিএনপির সমর্থক সিদ্দিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মেহেদি হাসান তুহিন, বিএনপির নেতা রেজাউল ইসলাম, বোদা উপজেলার যুবদল নেতা রাজু আহমেদ এবং তেঁতুলিয়া উপজেলার জামায়াতের কর্মী জয়নাল আবেদিন ও সাইফুল ইসলাম।

বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চলছে পুলিশের অভিযান। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন দল দুটির নেতাকর্মীরা। পুরো জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

এদিকে ময়নাতদন্তের পর গতকাল দুপুরে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেল সাড়ে ৪টায় বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের হরিপুর জোতদেবীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিএনপির কেন্দ্রীয়সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। তাঁর বাড়িতে চলছে শোকের মাতম।

আব্দুর রশিদ আরেফিনের ছেলে আব্দুল্লাহ আল মাহি বলেন, ‘এদের কাছে বিচার চেয়ে লাভ নেই। এ দেশে মানুষ মরছে, আরো মারা যাবে। আমার বাবাকে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর জানান, গাজীপুরে গণমিছিলে অংশ নিতে যাওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে আসামি করে সদর থানায় মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান। সকালের এই মামলায় আটক আটজনও রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।

সদর থানার ওসি মো. জিয়াউর ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, মারপিট, গুরুতর জখম ও ভাঙচুর করে ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *