সংকট মোকাবিলার পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ

সংকট মোকাবিলার পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহ ঢাকায় অবস্থান করছেন। গতকাল রবিবার তার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়া ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, বাংলাদেশ যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আছে, সেসব বিষয়ে আলোচনা করার পাশাপাশি আইএমএফ কীভাবে সেসব চ্যালেঞ্জ থেকে উত্তরণে সহযোগিতা করতে পারে, সে বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুখপাত্র। মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার পক্ষে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ তুলে ধরেছি। আইএমএফ এসব নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছে। আমরা সবকিছু তুলে ধরেছি।

ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠকে কোনো আলোচনা হয়নি জানিয়ে মুখপাত্র বলেন, ‘তবে আইএমএফের ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, নিয়ম অনুযায়ী ঋণ পাব।’ ধারাবাহিক কর্মসূচির আওতায় আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে রয়েছে। তিনি বলেন, আর্থসামাজিক খাত নিয়েও আইএমএফ কথা বলেছে। বৈশ্বিক অর্থনীতির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা যে উদ্যোগ নিয়েছি সেসব বিষয়ে তারা জেনেছে। আমরা যে প্রো-অ্যাকটিভ ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবিলায় গিয়েছি, সেটা নিয়ে কথা বলেছে। সব বিষয় তারা শুনেছে এবং প্রশংসা করেছে।

আইএমএফের কোনো প্রশ্ন ছিল কি না, জানতে চাইলে মেজবাউল হক বলেন, তারা জানতে চেয়েছে অর্থনৈতিক সংকট মোকাবিলায় আমরা কী কী চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমরা তাদের কাছে সেই সব চ্যালেঞ্জ তুলে ধরেছি। তারা শুনেছে এবং প্রশংসা করেছে। করোনাকালে কীভাবে আমরা পোশাক কারখানার শ্রমিকদের বেতন দিয়েছি, কী কী পদক্ষেপ নিয়েছি—সেসব বিষয় তাদের বলেছি, তাদের সামনে তুলে ধরেছি।

উল্লেখ্য, ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আইএমএফের ডিএমডি ঢাকা সফর করবেন। তিনি এমন সময় ঢাকা সফর করছেন, যখন সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের শর্ত নিয়ে আলোচনা চলছে। অ্যান্তইনেত মনসিও সায়েহের এই সফরে ঋণের বিষয়টি আলোচনার টেবিলে নেই বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন আইএমএফের ডিএমডি। তিনি বিভিন্ন দেশ সফর করছেন, অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশে আইএমএফ কাউন্টার-পার্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাই গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে চলমান যে অস্থিরতা বিরাজ করছে, তার সঙ্গে বাংলাদেশ কীভাবে খাপ খাইয়ে নিতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও বাংলাদেশ সফরের অংশ হিসেবে শনিবার ঢাকায় পৌঁছান অ্যান্তইনেত মনসিও সায়েহ। আইএমএফ বলছে, এই সফর বংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরো জোরদার করতে সহায়ক হবে বলে তারা আশা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *