পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের মূল হোতাসহ ৯ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। চুরি হওয়া এসব মোটরসাইকেলের বিনিময়ে ভারত থেকে আমদানি করা হতো বিভিন্ন প্রকারের মাদক।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
আব্দুল মান্নান জানান, চোরাই মোটরসাইকেলগুলোর মধ্যে কোনোটার নম্বরপ্লেট আবার কোনোটার যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে। আবার কোনোটার কাগজপত্র পরিবর্তন করা হয়েছে। চুরির পর মোটরসাইকেলগুলো ‘রাজীব খান’ নামে এক ব্যক্তির কাছে দিয়ে আসে চোরচক্র।
রাজীব খান এই মোটরসাইকেলগুলো ‘রিয়াদ’ নামে এক মোটরসাইকেল গ্যারেজের মালিকের কাছে বিক্রি করে। পরে রিয়াদ মোটরসাইকেলগুলো বিশেষ কৌশলে ভারতে পাচার করে টাকার পরিবর্তে মাদক এনে কুমিল্লার বিভিন্ন জায়গায় বিক্রি করে বলেও জানান তিনি।
বিশেষ কৌশল ব্যবহার করে চোরচক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। চোর চক্রের ছয় সদস্যের নামে মাদক, অস্ত্র, হত্যাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।