কোরআন অবমাননায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

কোরআন অবমাননায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রতিবাদ সমাবেশ থেকে জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি জানান তারা।

শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিঁড়িতে প্রতিবাদ সমাবেশ করে দলটি। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘সুইডেন আবার মুসলমানরা দখল করবে, তারাই শাসন করবে। তার প্রমাণ হচ্ছে কোরআনে আগুন দেওয়া।’

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের নেতারা নিন্দা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তা করতে পারেননি।’

মোসাদ্দেক বিল্লাহ বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সংসদে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, পাঁচ সিটি কর্পোরেশনে খুব সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ। আপনি ঘরে বসে আছেন আর আপনার ভোট হয়ে গেছে, এটা সুন্দর নির্বাচন হয়েছে? ইভিএম মেশিনে যে বিজয়ী হয়েছে তার ভোট পরিবর্তন করে যে বিজয়ী হয় নাই তাকে বিজয়ী ঘোষণা করেছে, এটাই হচ্ছে তার সুন্দর ভোটের নমুনা।’

সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে দেবে না ইসলামী আন্দোলন। আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে। দলীয় সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা করতে দেব না। তাকে আর সময় দেওয়া হবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় তাহলে আমরা কি বসে থাকব? আমরা বসে থাকব না। বুকের তাজা রক্ত দিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করব।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *