তিন দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি

তিন দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২০ জুলাই) পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির আমির ইসমাঈল নুরপুরী এই কর্মসূচি ঘোষণা করেন।

দলের দাবিগুলো হচ্ছে- নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ।

তাদের ঘোষিত কর্মসূচি হচ্ছে, ৪ আগস্ট দেশব্যাপী মানববন্ধন, ২৬ আগস্ট ঢাকায় আলোচনা সভা, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় সমাবেশ, ৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও ৭ অক্টোবর ঢাকায় গণসমাবেশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাঈল নুরপুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতাসীন দল নির্বাচনি বৈতরণী পার হতে পুরো রাষ্ট্রযন্ত্রকে ঢেলে সাজাচ্ছে। প্রতিনিধিত্বশীল দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা করেছে। তাই আমাদের দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *