কাবুলে মন্ত্রণালয় ভবনে আইএসের হামলায় নিহত ১৩, আহত ৩১

কাবুলে মন্ত্রণালয় ভবনে আইএসের হামলায় নিহত ১৩, আহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় ভবনের প্রবেশদ্বারে গত সোমবার আইএসের এক হামলায় অন্তত ১৩ জন নিহত ও আরও ৩১ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, রোজার মাস চলায় গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মচারীরা নিয়মিত সময়ের একটু আগেই ছুটি পান। তারা মন্ত্রণালয় থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, হতাহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। এছাড়া মন্ত্রণালয়ের কিছু কর্মীও রয়েছেন।

এদিকে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাকে দেয়া এক বিবৃতির মাধ্যমে জানায়, হামলাটির জন্য তারা দায়ী। তবে তাদের মন্তব্য সমর্থনের জন্য কোন প্রমাণ সরবরাহ করেনি।

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তান সরকার ঈদ-উল-ফিতর উপলক্ষে তালেবানের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও আইএসের মতো অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

___________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *