খালেদার সম্মতিতেই চিকিৎসা দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার সম্মতিতেই চিকিৎসা দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কারা কর্তৃপক্ষের দেয়া প্রস্তাবে এখনো সম্মতি জানাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সম্মতি পেলে সেভাবেই চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে রাজধানীতে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের এক অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়াকে জানানো হয়েছে। কিন্তু তিনি সম্মতি দেননি। খালেদা জিয়াকে যারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন, যাদের চিকিৎসা তিনি নেন, সেই বিশেষজ্ঞ চারজনকে আমরা নিয়ে গিয়েছিলাম। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী পুনরায় পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা ব্যবস্থা গ্রহণও করেছিলাম।

খালেদা জিয়া এখনও কোনো সম্মতি দেননি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি যেকোনো সময় তিনি সম্মতি প্রকাশ করবেন। তখনই আমরা আমাদের যে অপশনগুলো আছে, সেসব অপশনে নিয়ে যাবো। আমরা অপেক্ষায়ও আছি। একইসঙ্গে জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে ভেতরে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

__________

patheo24/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *