টং দোকান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৮ জনের

টং দোকান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৮ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় টং দোকান সরাতে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।  মঙ্গলবার দুপুরে উপজেলার কাদাই গ্রামের মাদরাসা মাঠে টিনের টং দোকান ঘর সরানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান।

নিহতরা হলেন কাদাই গ্রামের আব্দুল মমিন, রফিকুল ইসলাম, ছানোয়ার হোসেন, সজীব,আব্দুল্লাহ, রাজু, ছাত্তার ও হাবিব। স্থানীয়রা জানায়, বৃষ্টিতে মুদি টং দোকানের স্থানে পানি জমে যাওয়ায় ঘরটি অন্যত্র সরানোর কাজে সহযোগিতা করার জন্য এদের ডেকে আনে দোকানি। পানি-কাদা থেকে ঘরটি সরানোর সময় উপরের বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত পড়ে। এতে ঘর সরানোর কাজে নিয়োজিত সবাই বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ছয়জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। বাকি দুইজন শহরের একটি ক্লিনিকে মারা যাওয়ার পর স্বজনরা লাশ নিয়ে গেছে। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ওসি দাউদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা নিহতদের পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *