অন্যান্য দেশেও আসছে গুগল পে

অন্যান্য দেশেও আসছে গুগল পে

তথ্য প্রযুক্তি : কিউআর কোডভিত্তিক অনলাইন পেমেন্ট সেবা তেজ ভারতে চালু করেছিল গুগল। জনপ্রিয়তাও বেড়েছিল এর। পরে এর নাম বদলে গুগল পে রাখা হয়। গুগল এখন তাদের এ সেবা ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও চালু করার কথা ভাবছে। তবে কোন কোন দেশে এ সেবা চালু হবে, নির্দিষ্ট করে তা এখনো জানায়নি গুগল। ভারতের গ্যাজেটস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পিয়ার-টু-পিয়ার পেমেন্টসের ক্ষেত্রে কিউআর কোডভিত্তিক সেবা জনপ্রিয় হচ্ছে। বাজারে এর অাগ্রহীও প্রচুর। তাই এ সুযোগ কাজে লাগাতে চাইছে গুগল।

ভারতে অধিকাংশ ডিজিটাল ওয়ালেট ও ডিজিটাল পেমেন্ট সেবা কিউআর কোড সমর্থন করে। গুগল সম্প্রতি ভারতের কয়েকটি ব্যাংকের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। এতে গুগল পে ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন ব্যবহারকারীরা। গুগল পেতে ঋণের নির্দিষ্ট সীমা থাকবে।

অন্যদিকে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে গুগল পে নিয়ে গুগলের বড় পরিকল্পনা আছে বলে উল্লেখ করা হয় । ক্রোম আর অ্যাসিস্ট্যান্টসহ গুগলের সব সেবায় এর রাস্তা থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড পে’র মতো এটি দিয়েও ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ডিভাইস বা ক্রোম থেকে বিস্তৃত পরিসরের বিভিন্ন অ্যাপ আর ওয়েবসাইটে কার্ড আর লেনদেন তথ্য ব্যবহার করতে পারবেন।

যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের বাজারে গুগল ওয়ালেট থেকে সরাসরি ভেনমোর মতো সেবা সমন্বিত করার জন্যও কাজ করছে গুগল। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি গুগল ওয়ালেট অ্যাপটিকে গুগল পে হিসেবে নতুনভাবে ব্র্যান্ডিং করছে আর নকশা পরিবর্তন করেছে বলেই উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *