পাথেয় টোয়েন্টি ফোর ডটকম : সময় খারাপ গেলে যা হয় তাই হচ্ছে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির পরিবারের উপরও। ‘নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ’ ও ‘সরকার বিরোধী মিথ্যাচার’ করার অভিযোগে এনে তাকে গ্রেফতার করা হয়েছে। দেশের নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছে।
২০১৩ সালে ক্ষমতা হারানো ও বন্দি প্রেসিডেন্ট মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসিকে বুধবার আটক করা হয়। সংবাদ জানিয়েছে মিশরের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি।
আব্দুল্লাহ মুরসি গত সপ্তাহে মার্কিন বার্তা সংস্থা এপি’কে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য দেন। তিনি সাক্ষাৎকারে বলেন, আমার বাবা মুরসির সঙ্গে আমরা খুব কমই দেখা করতে পারি।
কারাগারে মুহাম্মাদ মুরসির সুচিকিৎসা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
বুধবার সকালে আব্দুল্লাহ মুরসিকে আটক করা হয়। অভিযোগ আনা হয় ‘সরকারের বিরুদ্ধে মিথ্যাচার’ করেছেন আবদুল্লাহ মুরসি। অবশ্য সারাদিনের প্রচেষ্টায় বুধবার রাতেই তাকে জামিনে মুক্ত করতে সক্ষম হয় তার পরিবার।
সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির আরেক ছেলে ওসামা মুরসিকে ২০১৬ সালে ‘সহিংসতা উসকে দেয়া’র অভিযোগে আটক করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে, সাবেক প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ রয়েছে।
মিশরের মুসলিম ব্রাদারহুড দলের তৎপরতা নিষিদ্ধ করেছে মুরসির কাছ থেকে ক্ষমতা গ্রহণকারী প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি সরকার। সরকার বিরোধীদের দমন করার কাজে ‘নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ’ এবং ‘সরকার বিরোধী মিথ্যাচারের’ অভিযোগ আনা হচ্ছে বলে মিশরের মানবাধিকার সংগঠনগুলো বলছে।
সময় খারাপ গেলে যা হয় তাই হচ্ছে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির পরিবারের উপরও। ‘নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ’ ও ‘সরকার বিরোধী মিথ্যাচার’ করার অভিযোগে এনে তাকে গ্রেফতার করা হয়েছে। দেশের নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছে
সূত্র : পার্সটুডে