এশিয়ার সেরা একশ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই

এশিয়ার সেরা একশ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩টি চীনের। এতে ভারতের ৮টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। পাকিস্তানের রয়েছে ২টি। কিন্তু এশিয়ার সেরা একশ’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তবে ৫০০টির মধ্যে বাংলাদেশের মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। যার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় দুটি এবং বেসরকারি চারটি। আর প্রথম ৩০টির মধ্যে ভারত বা পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই বলে জানা যায়।

বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে ব্রিটিশ কোম্পানি কুয়াকুয়ারেলি সাইমন্ডস লিমিটেড (কিউএস) পরিচালিত সাম্প্রতিক এক জরীপে এ তথ্য প্রকাশ পেয়েছে।

এশিয়ার ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১২৭তম। কিউএস র‍্যাংকিং-এ ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১২৪তম এবং ২০১৭ সালে ছিল ১০৯তম। সে হিসেবে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠের মান গত দু’বছরে ১৮ পয়েন্ট নিচে নেমে গেছে। এছাড়া, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বছর ১৭৫ তম অবস্থান পেয়েছে আর ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে আছে বেসরকারি ব্র্যাক, নর্থ সাউথ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । আর শেষের পঞ্চাশটির মধ্যে স্থান পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মূলত প্রাতিষ্ঠানিক খ্যাতি, শিক্ষক ও কর্মচারীদের দক্ষতা, শিক্ষক-ছাত্রের অনুপাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভাগীয় কৃতিত্ব তথা গবেষণা এবং আন্তর্জাতিক পর্যালোচনার ভিত্তিতে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ কোম্পানি কুয়াকুয়ারেলি সাইমন্ডস লিমিটেড।

কিউএস এর তালিকায় সেরা ১০টি বিশ্ববিদ্যালয় হলো-
১. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)।
২. দ্য ইউনিভার্সিটি অব হংকং।
৩. নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুর।
৪. চীনের সিনহুয়া ইউনিভার্সিটি।
৫-৬. পিকিং ইউনিভার্সিটি ও ফুদান ইউনিভার্সিটি।
৭. হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. কোরিয়ান অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
৯-১০. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং এবং দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি।

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির মান পিছিয়ে পড়ার ক্ষেত্রে মূলত: রাজনৈতিক কারণকে দায়ী করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং লেখক ড: তুহিন ওয়াদুদ। তাছাড়া শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ ও সে ব্যাপারে শিক্ষকদের উৎসাহিত না করা হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান বৃদ্ধি করা সম্ভব হবে না বলেও বলেও তিনি মনে করেন।

কিউএস প্রতিবেদন অনুযায়ী গত বছর এশিয়ার সেরা ৫শ’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১১টি প্রতিষ্ঠানই চীনের। এরপরই জাপানের ৮৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকায়। আর ভারতের রয়েছে ৭৫টি বিশ্ববিদ্যালয়।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *