পাথেয় রিপোর্ট : রাজধানীর হাজীপাড়ায় অবিস্থত ইকরা বাংলাদেশ স্কুল গার্লস শাখায় পিইসিতে শিক্ষার্থীরা শতভাগ জিপিএ ফাইভ পেয়েছে।। পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২৪ ডিসেম্বর সোমবার প্রকাশিত হলে ইকরা চত্বরে আনন্দের রোল পড়ে যায়। পিইসি পরীক্ষায় রাজধানীর ইকরা বাংলাদেশ স্কুল গার্লস শাখার শিক্ষার্থীরা শতভাগ জিপিএ ফাইভ পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান স্কুলের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
মাওলানা মাকনুন বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমাদের এখানকার শিক্ষার্থীরা শুধু বাংলা, গণিত আর ইংরেজীই পড়ে না। বরং আরবি, ইসলামিয়াত, সাধারণ জ্ঞানসহ আরও ইসলামি তারবিয়াতি সব পড়াশোনা করে থাকে। শতভাগ জিপিএ ফাইভ পেয়ে আমাদের শিক্ষার্থী এবং আমরা খুবই সন্তুষ্ট। আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা আরো ভালো ফল করবে বলে আমরা আশাবাদি।
তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।
ইকরা বাংলাদেশ স্কুল গার্লস শাখার শিক্ষক মাওলানা ইকরামুল হক পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইকরা বাংলাদেশ স্কুল গার্লস শাখায় পিইসিতে শিক্ষার্থীরা শতভাগ জিপিএ ফাইভ পেয়েছে।
ইকরা বাংলাদেশ-এর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সাধারণ ও ইসলাম শিক্ষার এই সমন্বয়ের যাত্রা করে আমরা কচি শিশুদের মধ্যে দ্বীনের আলো জ্বালতে চেয়েছিলাম। দ্বীন শেখার পরে শিক্ষার্থীরা যেখানেই যাক আলো ছড়াবে-এটাই প্রত্যাশা ছিল আমাদের। সবই আল্লাহর মেহেরবানী। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন।
প্রাথমিক ও নিম্নমাধ্যমিক চারটি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার (২৪ ডিসেম্বর)। শনিবার সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্কুল ও মাদ্রাসার এসব পরীক্ষায় এবার সাড়ে ৫২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। ৩০ ডিসেম্বরের নির্বাচনের কারণে এবার প্রায় এক সপ্তাহ আগে এ ফল প্রকাশ করা হয়েছে।
দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেয়া হবে। এর এক ঘণ্টা পর পিইসি ও ইইসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) অধীন অনুষ্ঠিত পিইসি ও ইইসি পরীক্ষায় ২৯ লাখ ৩৪ হাজার ৯৫৫ জন অংশ নেয়।
অন্যদিকে ৯ শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ২৯ হাজার ২৪১ শিক্ষার্থী। সংশ্লিষ্টরা জানিয়েছেন-চার পরীক্ষারই ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন।