নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের বই উৎসব
সফিউল আযম : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানা যায়, সারাদেশে ৯৫ শতাংশ বই পৌঁছে গেছে। ২০১৯ শিক্ষাবর্ষে সারাদেশের ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করা হবে।
বছরের প্রথম দিনে শিশুদের মাঝে বই বিতরণের ফলে সবার মাঝে একটা উৎসব বিরাজ করে। শিশুরা সারাবছর এই দিনটির অপেক্ষায় থাকে। বই উৎসবের প্রধানতম সফল একটি দিক হলো শিশুদের বিদ্যালয়মুখী করা। সকল শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। নতুন শ্রেণি, নতুন বই। এটি শিক্ষার্থীদের মাঝে প্রেরণা জাগায় এবং উৎসাহ সৃষ্টি করে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছর বই উৎসব একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দরুন নববর্ষের প্রথম দিন না হয়ে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
এই কার্যক্রমের আগে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উত্থাপিত হতো বই বিতরণ নিয়ে। বছরের শুরু হলেও বই ঠিকমত পৌঁছাতে পারতো না শিশুদের কাছে এরকম অভিযোগ ছিল সব মহল থেকেই। অভিভাবকদের অভিযোগও ছিল বিস্তর। নিম্নমানের বই, নিম্নমানের কাগজ, অস্পষ্ট ছাপা, ছাপার গুণগত মান, সব কিছু নিয়েই এক ধরনের সমন্বয়হীণতার বিষয়টি আলোচিত ছিল।
সংশয়ে থাকতেন অভিভাবক ও শিক্ষকরা। সময়মতো শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শ্রেণির বই বছরের পর বছর পৌঁছাতে ব্যর্থ হয়েছেন প্রকাশকরা। বিনামূল্যে বিতরণের বই বিক্রি হতো কালো বাজারে দেদারছে। বইয়ের সঙ্গে নোট বই কিনতে অভিভাবকদের বাধ্য করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়। বর্তমান সরকারের এই প্রশংসনীয় উদ্যোগটি সব নেতিবাচক সংবাদকে ছাপিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
বর্তমানে শিক্ষার্থীর হাতে ঝকঝকে ছাপা রঙিন বই দেওয়া হচ্ছে। ফলে বই সংগ্রহ করার দিনটি শিক্ষার্থীদের জন্য অনেক আকাঙ্ক্ষার এবং আনন্দের। নতুন রঙিন বই শিশুদের বই পড়ার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে অনেক অন্তরায় দুর করা যায়, সেটা দেখিয়ে দিয়েছে সরকার। বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ শিক্ষাখাতে বাজেটের এক উল্লেখযোগ্য বিনিয়োগ জাতির জন্য সত্যিকার অর্থেই লাভজনক তা বাস্তবতার নিরিখেই প্রমাণিত হয়েছে।
দেশের সামগ্রিক শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ, দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই বিতরণ ও নারীদের অবৈতনিক শিক্ষার পদক্ষেপ, শত চ্যালেঞ্জের মাঝেও সুষ্ঠুভাবে সম্পাদন বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছে।
লেখক : কলামিস্ট ও শিশু গবেষক