পোশাক শ্রমিকদের বিক্ষোভ, উত্তরার রাস্তায় দুর্ভোগ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, উত্তরার রাস্তায় দুর্ভোগ

পাথেয় রিপোর্ট : রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল থেকেই উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ উত্তরার পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নেয়।

শ্রমিকদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের রাস্তাতেও ব্যাপক যানজট তৈরি হয়েছে।ফলে দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করেছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *