পাথেয় রিপোর্ট : সংলাপ নতুন করে নির্বাচন আয়োজনের জন্য নয় মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের আবারো সংলাপ নতুন করে নির্বাচন আয়োজনের জন্য নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। ১৪ জানুয়ারি সোমবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্ব, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব সদ্য সমাপ্ত যে নির্বাচনকে অভিনন্দিত করেছে। সেই নির্বাচনের পর আর কোনো নতুন নির্বাচনের প্রসঙ্গ হাস্যকর। তিনি বলেন, যারা ভেবেছিল দলীয় অন্তর্কলহে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটবে, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ এতটাই ঐক্যবদ্ধ ছিল যে বিজয় থেকে মহাবিজয়ে উন্নীত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কিছুটা দুর্ভোগ হবে। জনগণের কাছে আগাম ক্ষমা চেয়ে সবাইকে বিজয় সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। কেননা, এই মহানগরবাসীই নৌকাকে ক্ষমতায় এনেছে।
এদিকে গতবারের মতো সংলাপ হলে অর্থবহ হবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য শুধু আমাদেরকে ডাকলেই হবে না, এজেন্ডা কি আমাদের জানাতে হবে।
সোমবার (১৪ জানুয়ারি) সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠাসহ এজেন্ডা জানালে সংলাপের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে ঐক্যফ্রন্ট। তিনি বলেন, আমরা অর্থবহ সংলাপ চাই। বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ইস্যুতে ড. কামাল হোসেনের বক্তব্য তার দলীয় বক্তব্য। এ ব্যাপারে বিএনপির বৈঠকে বসে সিদ্ধান্ত জানাবে।