পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কট্টর ইহুদিবাদী দখলদার দেশ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দল হামাস মিশরের মধ্যস্থতায় পরস্পর বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন করছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বৈরুতে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন হামাসের রাজনৈতিক শাখা প্রধান ইসমাইল হানিয়াহ। মিশরের নিরাপত্তা বাহনীর সদস্যদের গাজায় অবস্থান বিষয়ে জিজ্ঞাস করা হলে এ কথা জানান তিনি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের নেতা ইসমাইল হানিয়াহ বলেন, ‘নতুন করে বন্দী বিনিময় চুক্তির সম্পন্নের শেষ পর্যায়ে পৌঁছতে পেরে আমরা মিশরের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের আশা, এ ক্ষেত্রে আমরা অনেক বড় কিছু করতে সক্ষম হব।’
ফিলিস্তিন ইস্যুতে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে হানিয়াহ বলেন, ‘মিশরের সঙ্গে তাঁর দল হামাসের খুবই দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক বিদ্যমান। আর ফিলিস্তিন ইস্যুতে কায়রোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘মিশরের ভাইয়েরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছে। সমঝোতা, অবরোধ বিলুপ্তি, রাফাহ পথ পুনরুদ্ধার এবং বন্দী বিনিময়সহ আরো কিছু বিষয়ে কাজ চলছে।’
অবশ্য ইসমাইল হানিয়াহ বন্দী বিনিময় বিষয়ে অগ্রগতি নিয়ে কোনো কিছু বলেননি। এর আগে মিশরের গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল ইসরায়েলের উদ্দেশ্যে গাজা ত্যাগ করে।
ইসরায়েলের বিবৃতি মতে, ২০০৪ সালে গাজায় অবরোধ আরোপের পর থেকে হামাস ইসরায়েলের চারজন সৈনিককে অপহরণ করেছে।
/এএ