পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোটের সময় এলেই পদপ্রার্থীদের শুরু হয়ে যায় নানা তোড়জোড়। কিন্তু তাই বলে পা ধুইয়ে দিয়ে ভোট চাওয়া! এমন কান্ডই ঘটেছে এবার নোয়াখালীতে।
নোয়াখালীর কবিরহাটে ভোটারদের পা ধুয়ে সম্মান জানালেন বিগত উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও কবিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আলাবক্স তাহের টিটু।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে কবিরহাট পৌর এলাকার তার নিজ বাড়িতে ব্যতিক্রমী পা ধোয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে তিনি তার সত্তরোর্ধ্ব মায়ের পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এর পর তিনি কবিরহাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।
এভাবে ভোটারদের পা ধুয়ে দেবার বিষয়ে জানতে চাইলে সাবেক আওয়ামী লীগ নেতা ও বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী আলা বক্স টিটু জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক ভোটারদের সম্মান জানিয়ে তাদের পা ধুয়ে দেবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেন।
তিনি মনে করেন, এ সম্মান দেখে আগামী দিনে অন্য প্রার্থীরা ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। বিরল এ ঘটনা দেখতে অনেকে তার বাড়িতে ভিড় জমায়।
/এএ