আল্লামা মাসঊদের ১৫তম কারামুক্তি দিবস আজ

আল্লামা মাসঊদের ১৫তম কারামুক্তি দিবস আজ

আল্লামা মাসঊদের ১৫তম কারামুক্তি দিবস আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ ১৫ মার্চ। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ১৫তম কারামুক্তি দিবস। ২০০৬ সালে জামায়াতে ইসলামীর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই দিনেই মুক্তি লাভ করেছিলেন তিনি।

কারামুক্তির পর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেছিলেন, ‘আমার জীবনে আল্লাহপ্রেমের এই সময় আর পাবো না। ইবাদতের এমন নিবিড় পরিবেশ আর কীভাবে পাবো? এমন পরিবেশ আগে কখনোই পাইনি।’

২০০৫ সালের ২২ আগস্ট সোমবার ইংল্যান্ডে একটি আন্তর্জাতিক উচ্চতর সেমিনারে যোগদানের জন্য বিমানবন্দরে গেলে জামায়াতের ষড়যন্ত্রে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আদালতে দাঁড়িয়ে তিনি তৎকালীন শিল্পমন্ত্রী, জামায়াতের আমীর, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে বক্তব্য রাখেন। দুই দফা রিমান্ড শেষে আদালত তাঁকে জেলে প্রেরণ করেন।

দীর্ঘ সাত মাস পর্যন্ত জেলজুলুম সইতে হয় তাকে। পরে ২০০৬ সালের ১৫ মার্চ শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ কারাগার থেকে মুক্তি লাভ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *