স্পেনে গির্জা প্রাঙ্গণে ইফতার আয়োজন

স্পেনে গির্জা প্রাঙ্গণে ইফতার আয়োজন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র মাহে রমজানে বিশ্বের বিভিন্ন দেশে আন্তধর্মীয় সম্প্রীতি দৃশ্য দেখা যায়। অনেক অমুসলিমরাও রোজাদার মুসলিমদের ইফতারের ব্যবস্থাপনায় এগিয়ে আসেন। বৈচিত্রময় সংস্কৃতির দৃশ্য হিসেবে অনেকেই রমজানের ইফতার ও সাহরির আয়োজন করা হয়।

স্পেনের বার্সেলোনা নগরীর সান্তা আনা গির্জা প্রাঙ্গণে মুসলিম রোজাদাদের জন্য ইফতারের আয়োজন করা হয়। করোনা সংক্রমণ রোধে ইফতার আয়োজনে জনসমাগম নিষিদ্ধ হওয়ায় শহরের গির্জা ইফতারের ব্যবস্থা করে। ফলে আর্থিক সংকটাপন্ন ও অভাবীরা নিজেদের মতো খাবার গ্রহণের সুযোগ পায়।

মরক্কোন মুসলিম উইম্যানের সভাপতি ফাওজিয়া চাতি বলেন, ‘আমরা সান্তা আনায় অনেক বছর যাবত বসবাস করছি। গত বছর করোনা মহামারির প্রাদুর্ভাবের পর সামাজিকভাবে খাবার ব্যবস্থাপনার এ উদ্যোগ নেওয়া হয়।

সান্তা আনা চার্চের যাজক পিয়ো সানচেজ বলেন, মূলত মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা শুরু হয়। এরপর আমরা তাতে অংশগ্রহণ করি। রাস্তায় দিন কাটানো মানুষরা এ আয়োজনে অত্যন্ত আনন্দবোধ করে।

বার্সেলোনায় মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। ২০১৪ সালের এক পরিসংখ্যান মতে বার্সেলোনা প্রদেশে তিন লাখ ২২ হাজার ৬৯৮ জন মুসলিম বসবাস করে। এদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৪০৫ অভিবাসী নাগরিক এবং এ লাখ পাঁচ হাজার ২৯৩ জন স্পেনিশ নাগরিক।

সূত্র : আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *