ভেঙে দেয়া হলো দিল্লির রোহিঙ্গা ক্যাম্প

ভেঙে দেয়া হলো দিল্লির রোহিঙ্গা ক্যাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশ সীমান্তবর্তী মদনপুর খাদারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। বার বার ‘রহস্যজনক’ অগ্নিকাণ্ডের পর এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এর ফলে সেখানে বসবাসরত অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

ক্যাম্পের যে অংশটি উত্তরপ্রদেশের সেচ দপ্তরের জমিতে তৈরি করা হয়েছে, সেটি ভেঙে দিয়েছে রাজ্যটির ইরিগেশন বিভাগ।

এদিকে, ক্যাম্পটি ভেঙে ফেলার কারণে অন্তত ১৬টি রোহিঙ্গা পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সমাজকর্মীরা। উচ্ছেদ হওয়া ওই রোহিঙ্গারা রাস্তার ধারে বসবাস করায় নানা সমস্যা দেখা দিয়েছে।

রোহিঙ্গারা বলছেন, যাওয়ার কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই অস্থায়ী টেন্টগুলো তৈরি করা হয়। আগাম বার্তা না দিয়েই সেগুলো ভেঙে ফেলায় বিপাকে পড়েছেন তারা।

গত মঙ্গলবার (২০ জুলাই) দিল্লি ও উত্তরপ্রদেশ প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ক্যাম্পটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। যদিও এটি নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলে আসছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *