ডেল্টার প্রকোপে ইরানে একদিনে রেকর্ড ৭০৯ মৃত্যু

ডেল্টার প্রকোপে ইরানে একদিনে রেকর্ড ৭০৯ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের দেশ ইরানে মঙ্গলবার (২৪ আগস্ট) করোনাভাইরাসের ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে রেকর্ড ৭০৯ জনের মৃত্যু হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের পর মোট আক্রান্ত ৪৭ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৩৫৭ মানুষের।

প্রয়োজনীয় যানবাহন ছাড়া এক শহর থেকে আরেক শহরের মধ্যে দেশটি যে দুই সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল তা আগামী ২৭ আগস্ট শেষ হওয়ার কথা। এদিকে এক সপ্তাহের নিষেধাজ্ঞা শেষে রোববার থেকে জরুরি নয় এমন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে গেছে।

উল্লেখ্য, ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ ইরানে মাত্র ৬৫ লাখ মানুষ পূর্ণ ডোজ নিয়েছেন। সরকার এর জন্য টিকা আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা ও বিলম্বকে দায়ী করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *