হেফাজত নেতা মুফতি রিজওয়ান রফিকী গ্রেপ্তার

হেফাজত নেতা মুফতি রিজওয়ান রফিকী গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজওয়ান রফিকীকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় হেফাজতের নেতৃস্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা গ্রেপ্তার রয়েছেন।

পুলিশ জানায়, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন হেফাজত নেতা মুফতি রেজওয়ান রফিকী। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার পর বাকি কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *