আয়া সোফিয়ার মসজিদে কোরআনের প্রতিযোগিতা

আয়া সোফিয়ার মসজিদে কোরআনের প্রতিযোগিতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে পবিত্র কোরআন পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনের সুন্দর পাঠ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তুরস্কের ধর্ম বিভাগীয় প্রধান ড. আলি ইরবাস।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দর্শনার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। পুরস্কার প্রদান অনুষ্ঠান ড. আলি ইরবাস বলেন, ‘কোরআন মুখস্থ ও সুন্দর পাঠের প্রতিযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের প্রতিযোগিতা সুন্দরভাবে কোরআন পাঠে সবাইকে উদ্বুদ্ধ করবে।’

তিনি আরো বলেন, ‘কোরআনের সুন্দর পাঠ ও সুস্পষ্ট উচ্চারণ রীতি দেখে বিচারক বোর্ড তাদের মূল্যায়ন করেছেন। আমি সব প্রতিযোগী, বিচারকবৃন্দ ও অন্যান্য শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি।’

কোরআন পাঠের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, হাফেজ ফুরকান সুঙ্গু, দ্বিতীয় স্থান অধিকার করেন ফাতিহ গকদাল ও তৃতীয় স্থান অধিকার করেন এরদোয়ান ওকা।

প্রতিযোগিতায় প্রথম হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ ফুরকান বলেন, ‘আমার পরিবার ও শিক্ষকদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমার কোরআন পাঠ গুরুত্ব দিয়ে শুনেছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

সূত্র : লিভিক ডটনেট

https://www.facebook.com/DIBAliErbas/posts/404005534429755

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *