জাতিসঙ্ঘ : ইয়েমেনের ৭৩ লাখ লোকের জরুরি আশ্রয় প্রয়োজন

জাতিসঙ্ঘ : ইয়েমেনের ৭৩ লাখ লোকের জরুরি আশ্রয় প্রয়োজন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কমপক্ষে ৭৩ লাখ লোকের জরুরি আশ্রয় ও অন্যান্য বস্তুগত সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। মঙ্গলবার (৯ নভেম্বর) জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা এসব তথ্য জানিয়েছে।

ইয়েমেনে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, কমপক্ষে ৭৩ লাখ ইয়েমেনির জরুরি আশ্রয় ও অন্যান্য বস্তুগত সহায়তা দরকার। এসব ইয়েমেনি ব্যক্তিদের মধ্যে ৭৫ শতাংশই হলেন নারী ও শিশু।

ইয়েমেনের রাজধানী সানায় এ বিষয়ে একটি প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীতে জরুরি আশ্রয়ের বিষয়টি তুলে ধরা হয়।

ইয়েমেনে ২০১৪ সাল থেকেই অস্থিরতা বিরাজ করছে। ওই সময়টাতে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা ইয়েমেনের রজধানী সানাসহ দেশটির অধিকাংশ এলাকা দখল করে। পরে সৌদি আরব সমর্থিত সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করলে পরিস্থিতির আরো অবনতি হয়। দু’পক্ষের সঙ্ঘাতে ইয়েমেনের ২ লাখ ৩৩ হাজার মানুষ মারা যায়। এখন তিন কোটি জনসংখ্যার দেশটিতে ৮০ শতাংশ লোকের জরুরি সহায়তা দরকার। এছাড়া ইয়েমেনের এক কোটি ৩০ লাখ লোক চরম খাদ্য সঙ্কটে আছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *