সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির কর্মসূচি শুরু

সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির কর্মসূচি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি চার নাগরিক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ সীমান্তবর্তী দুই জেলায় তিন দিনের মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জে, শুক্রবার সিলেটের কানাইঘাটে এবং শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হবে। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগের দিন সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সমপ্রতি লালমনিরহাটের কালীগঞ্জ ও সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফ গুলি করে চার বাংলাদেশি নাগরিককে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। বলা হয়, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে ভারত কর্তৃক বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার ঘটনা ঘটছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *