২০১৯ সালের পর রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

২০১৯ সালের পর রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০১৯ সালের পর প্রথমবারের মতো আগামী মার্চে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। ওই সংলাপে অংশ নিতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ঢাকায় পা রাখবেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ভিক্টোরিয়া নুল্যান্ড।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাসেরও মার্চে ঢাকায় আসার কথা রয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সর্বশেষ রাজনৈতিক সংলাপে বসেছিল ২০১৯ সালের জুনে। সেটিসহ এখন পর্যন্ত দুই দেশের মধ্যকার সাতটি রাজনৈতিক সংলাপে নেতৃত্ব দেওয়া সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, এটি দুই দেশের আনুষ্ঠানিক আলোচনার সর্বোচ্চ প্ল্যাটফর্ম। এখানে গুরুত্বপূর্ণ, বিতর্কিত, অবিতর্কিত-সব বিষয় নিয়েই খোলামেলা আলোচনা হয়।

মো. শহীদুল হক আরও বলেন, এ ধরনের আলোচনায় দুই দেশের সম্পর্কোন্নয়নের পাশাপাশি নীতি প্রণয়ন করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে উভয় দেশের অবস্থান পরিষ্কার করা হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘‘কিছু সহযোগিতার বিষয় থাকবে। আবার কিছু বিষয়কে দুই পক্ষ জাতীয় স্বার্থ, সংস্কৃতি অথবা অন্য কারণে ভিন্নভাবে পর্যালোচনা করে। এ ধরনের সবকিছু নিয়ে পররাষ্ট্র সচিব আলোচনা করতে পারেন।’’

এছাড়া, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ কী দৃষ্টিতে দেখে আগামী সংলাপে সেটি সরাসরি বলার একটি সুযোগ তৈরি হবে বলেও ধারণা তার।

বাংলাদেশ রাজনৈতিক সংলাপটির আয়োজক, তাই ঢাকাই এজেন্ডা নির্ধারণ করবে। তবে উভয় দেশই সংলাপের আলোচ্য বিষয়বস্তু নির্ধারণে কাজ করছে। প্রথাগত বিষয়গুলো ছাড়াও গত তিন বছরে আসা বিভিন্ন পরিবর্তন, যেমন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডেমোক্র্যাট সরকার, কোভিড মহামারি ও সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো আলোচনায় থাকবে।

তিন বছর আগে দুই দেশের সর্বশেষ রাজনৈতিক সংলাপের এজেন্ডায় ছিল নিরাপত্তা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক, সুশাসন, রোহিঙ্গা সমস্যা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার মতো ইস্যুগুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *