স্পোর্টস ডেস্ক : উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস কাপের ফাইনালে বাংলাদেশ। শেষ ওভারে যখন আশা জয়ের কাছে বাংলাদেশ তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মাঠে। নো বল দেওয়া নিয়ে মাঠে ছড়ায় উত্তেজনা। কিন্তু কেন এই উত্তেজনা?
ধারাভাষ্যকার রাসেল আরনল্ডের প্রশ্নের জবাবে এর ব্যাখ্যা দিয়েছেন তামিম ইকবাল। তামিম বলেন, আমরা দেখেছিলাম লেগ আম্পায়ার নো বলের সিগন্যাল দিয়েছিলেন। সাড়া না পাওয়ায় অভিযোগও করেছি।
তাই বলে শেষটা এমন চাননি তামিম। বলেছেন, সত্যিই শেষটা ছিল অনেক বেশি আবেগঘন। তবে, আমরাও আরও সুন্দরভাবে শেষ করতে পারতাম। উদানার দ্বিতীয় বলে নো দেখিয়েছিলেন লেগ আম্পায়ার কিন্তু তাতে সাড়া দেয়নি কেউ। আর এ নিয়েই অভিযোগ করছিল বাংলাদেশ দল।
যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে খেলোয়াড়দের মাঠ ছেড়ে আসার ইঙ্গিত দেন অধিনায়ক সাকিব আল হাসান। শেষ দিকে উত্তেজনা এমনই পর্যায়ে গিয়েছিল মাঠের বাইরের বাংলাদেশ শিবিরকে প্রচণ্ড উত্তেজিত দেখা গেছে। অবশ্য, মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিং ভুলিয়ে দিয়েছে সব আক্ষেপ। ছক্কা হাকিয়ে জয় তুলে নিয়েই ‘নো’ বিতর্কের অবসান টানলেন ‘সাইলেন্ট কিলার’।