১৫ দিন পেছাল বাণিজ্য মেলা

১৫ দিন পেছাল বাণিজ্য মেলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন বছরের প্রথম দিনের পরিবর্তে ২০২৪ সালের বাণিজ্য মেলা ১৫ জানুয়ারি শুরু করার পরিকল্পনা রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)। ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষের দিকে তবে বাকি সব কিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর।

সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান মেলার পরিচালক ও ইপিবি সচিব বিবেক সরকার।

তিনি বলেন, “আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছি। তবে সেটা জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন, সব কিছুর ওপর নির্ভর করছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর নামের স্টল বরাদ্দ দেওয়ার কাজ ৯০%-ই শেষ হয়েছে। বাকি সব কিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর।”

গত দুই বছর ধরে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে বাণিজ্য মেলা। আগামী বছর তৃতীয়বারের মত সেখানে মেলা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে এর আগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে এক বছর মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে।

রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে ১৪ কিলোমিটার পূর্ব দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা লাগোয়া এই মেলায় যাতায়াতের জন্য প্রতি বছর বিশেষ বাসের ব্যবস্থা করে মেলা কর্তৃপক্ষ।

প্রতি বছর ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়ে থাকেন মেলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *