সুদানের দারফুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব, আক্রান্ত ৭ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

সুদানের দারফুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব, আক্রান্ত ৭ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: এবারে সুদানে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। দুই সপ্তাহের মধ্যে দেশটির উত্তর দারফুর প্রদেশে ৪৮৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দেয় বলে সংবাদমাধ্যম রেডিও তামাজুজে উল্লেখ করা হয়েছে।

সুদানে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের অভাবের মধ্যে এ প্রাদুর্ভাব ভয়ানক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় জরুরি স্বাস্থ্য কমিটির এক প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে রেডিও তামাজুজের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৫ জন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৪৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সম্প্রতি সুদানের সামরিক বাহিনীর সঙ্গে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সংঘাতে আরও ২৭ জন আহত ও ৫ জন নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে অঞ্চলটিতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জনে এবং নিহতের সংখ্যা হয়েছে ১৩০ জন।

ওই অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. মোহাম্মদ আহমেদ একটি বিবৃতিতে বলেন, গত অক্টোবরের শেষের দিকে ১৬১ জন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়, যা ডেঙ্গু জ্বর বলে ধারণা করা হচ্ছে।

মেডেসিনস সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) ডেঙ্গু শনাক্ত করার জন্য ল্যাবরেটরি সরঞ্জাম সরবরাহ করেছে। এ ছাড়া সংগঠনটি এল ফাশারে ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে সহায়তা করছে।

নভেম্বরের শুরুতে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে নতুন করে সংঘর্ষের কারণে কিছু হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যগুলোতে অর্ধদিবস কার্যক্রম চালাতে বাধ্য করা হচ্ছে। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল আল–ফাশার সাউথ হাসপাতালই পূর্ণসময়ের জন্য খোলা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *