বহুবছর পর বাংলাদেশে মাওলানা মাহমুদ মাদানীর ই’তিকাফ

বহুবছর পর বাংলাদেশে মাওলানা মাহমুদ মাদানীর ই’তিকাফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বহুবছর পর বাংলাদেশ আবারও মাদানী খান্দানের একজন সদস্যকে নিয়ে এবারের মহিমান্বিত রমজান সূচনার সৌভাগ্য লাভ করতে যাচ্ছে।

শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী রহ. দীর্ঘকাল প্রায় প্রতি রমযানেই দেওবন্দ থেকে চলে আসতেন বাংলাদেশের সিলেটে ই‘তিকাফ করতে। হযরতের তিরোধানের পর তাঁরই পুত্র ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ.–ও ই‘তিকাফ করেছেন এদেশে। পূর্ব পুরুষদের সেই ধারা অব্যাহত রাখছেন মাদানী খান্দানেরই আরেক প্রদীপ, জানেশীনে ফিদায়ে মিল্লাত, মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দা. বা.। তবে নানা কারণে তিনিও বহু বছর ই‘তিকাফ করতে পারেননি বাংলাদেশে। সর্বশেষ তিনি ২০১৬ সালে সিলেটের নয়া সড়ক মসজিদে ই‘তিকাফ করেছিলেন রমজানের প্রথমাংশে।

এই রমজানে তিনি রাজধানী ঢাকার আফতাব নগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসা মসজিদে তিন দিন (১-৩ রমজান) নফল ই’তিকাফ করবেন বলে ঘোষিত হয়েছে।

মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী দা.বা.—এর খলীফা, আফতাবনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল তিনি কমপক্ষে একসপ্তাহ রমজানে অবস্থান করবেন। কিন্তু তিনি খুব ব্যস্ত। উম্মাহর নানা ফিকিরে বিশ্বব্যাপী তিনি সফর করেন। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও তিনি বাংলাদেশে রমজানের প্রথম তিন দিন অবস্থান করবেন।’

মুফতি মোহাম্মদ আলী জানান, হযরতের অবস্থান উপলক্ষে যেসব প্রোগ্রাম হবে সেগুলো শুধু আলেমদের জন্য নয়, সর্বস্তরের মুসলমানের জন্য। সবার যেন আধ্যাত্মিক ও আমলী উন্নতি হয় সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। অল্প এই সময়ে আওলাদে রাসূলের কাছ থেকে আত্মশুদ্ধি ও আমলী জিন্দেগির যে শিক্ষা নেওয়া যায় তা-ই জীবন চলার পাথেয় হবে।

আরও পড়ুন :
আল্লাহকে পেলে যে খুশি মিলে, তা আর কোথাও মিলে না : মাওলানা মাহমুদ মাদানী

মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী একজন ভারতীয় ইসলামি স্কলার, রাজনীতিবিদ ও সমাজকর্মী। ১৯৬৪ সালে উত্তরপ্রদেশের দেওবন্দে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯২ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে প্রাতিষ্ঠানিক পাঠ সম্পন্ন করেন। পরবর্তীতে ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. থেকে তিনি খিলাফত ও ইযাজত অর্জন করেন।

ভারতের প্রাচীনতম সর্ববৃহৎ সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যসভায় ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ভারতে মুসলিম জনসাধারণের জন্য শিক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করা ও সমাজসেবায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বিশ্বনন্দিত বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মজলিসে শুরা-এর সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের ২০২৩ সালের শীর্ষ প্রভাবশালী পাঁচশ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হোন মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। তালিকায় বিশ্বের ১৫তম ও ভারতের প্রধান প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসাবে তাঁর নাম উঠে আসে। বাংলাদেশে তাঁর অংসখ্য ভক্ত, মুহিব্বীন ও মুতাআল্লিকীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *