মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৯

মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য জাকাতেকাসে শনিবার (২৬ অক্টোবর) ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয় জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্ট্রেইট টাইমস

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে যাত্রীবহনকারী বাসের সঙ্গে একটি ভুট্টা বোঝাই ট্রাক্টর-ট্রেলারের সংঘর্ষ হয়। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল শুরুতে নিহতের সংখ্যা ২৪ জন বলে জানান তবে পরবর্তী সময়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিহত ১৯ জন বলে নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেপ্তার করতে তদন্ত শুরু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেছেন, শনিবার সকালে একটি খাঁদে পড়ে থাকা কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মী, নিরাপত্তা রক্ষী মৃতদেহ উদ্ধারে কাজ করছেন।

সূত্র: স্ট্রেইট টাইমস

Related Articles