সুনামগঞ্জে ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ

সুনামগঞ্জে ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন ও ভাদেরটেক এলাকা থেকে ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। শনিবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালয়ে এসব চিনি জব্দ করা হয়। জব্দ হওয়া চিনির বাজার মূল্য ১৩ লাখ টাকা।

জানা যায়, উপজেলার সীমান্ত এলাকার ১০টি পয়েন্ট দিয়ে এসব চিনি আনে চোরাকারবারিরা। পরে গুদামজাত করে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। দাম কম হওয়ায় চোরাকারবারিরা অবাধে ভারতীয় চিনি এনে পাইকারি দরে বিক্রি করে। প্রতি বস্তা চিনির দাম ভারতে তিন হাজার রুপি হলেও বাংলাদেশে ৫ হাজার টাকায় বিক্রি হয়।

ইউএনও মফিজুল ইসলাম বলেন, ‘চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসব চিনি কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।’

Related Articles