মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসী আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে রবিবার (২৩ জুন) বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এসব অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

দেশটির সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাংএর বান্দার সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশ কিছু নারীও রয়েছেন।

যৌথ অভিযানে সেন্ট্রাল ব্রিগেড জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ), জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়াসহ (জিআইএম) কয়েকটি বিভাগের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। ইতিপূর্বে ওই আবাসিক এলাকায় অবৈধ বিদেশি লোকে পরিপূর্ণ রয়েছে বলে অভিযোগ পেয়েই অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি, তা নিশ্চিত হওয়া যায়নি।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দিন জানিয়েছেন, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিদের সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

কামারুদ্দিন জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটককৃতদের বেশ কিছু অভিবাসীর বৈধ কোনো কাগজপত্র নেই। অনেকে অবৈধভাবে অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থান করছে। তাছাড়া কেউ কেউ বৈধভাবে অবস্থান করার শর্ত ভঙ্গসহ অপরাধে জড়িত রয়েছে।

কামারুদ্দিন জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিকের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া চলমান রয়েছে, তাদেরও আটক করা হয়েছে।

সূত্র: বারনামার

Related Articles