ইসলামের প্রচার-প্রসারে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইসলামের প্রচার-প্রসারে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামের প্রচার-প্রসারে আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সোমবার (০১ জানুয়ারি) দুপুরে আলেমদের আয়োজনে গাজীপুরের টঙ্গীর সাদিয়া কমিউনিটি সেন্টারে ‘ইসলাম প্রচার ও প্রসারে জনপ্রতিনিধির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমবান্ধব, কোরআনবান্ধব এবং সবসময় বিভিন্ন বিষয়ে আলেম সমাজের পরামর্শ নেন। আলেম সমাজ যখনই কোনও বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে গেছেন, সবসময় সাড়া দিয়েছেন। বিভিন্ন সমস্যা নিয়ে আলেমরা যখনই প্রধানমন্ত্রীর কাছে গেছেন, তখনই সমাধান দিয়েছেন।

তিনি আরও বলেন, তাবলিগ জামাতের ইজতেমার মতো বড় বড় ধর্মীয় আয়োজন নিয়ে আলেম সমাজের সঙ্গে বৈঠক করেছি আমরা। তাদের সবচেয়ে বড় যে দাবি ছিল, কওমি মাদ্রাসার সার্টিফিকেটের স্বীকৃতি, তাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরবি বিশ্ববিদ্যালয়, প্রতি উপজেলায় মডেল মসজিদ করে দিয়েছেন। বিশ্ব ইজতেমার মাঠ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল এবং মারামারিও হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর নির্দেশে আলেম সমাজকে নিয়ে বসে সমাধান করে দিয়েছি। গত কয়েক বছরে ইজতেমা ময়দানের ব্যাপক উন্নয়ন করেছি। ইজতেমা মাঠে পর্যাপ্ত ডিপটিউবওয়েল, টয়লেটের ব্যবস্থাসহ সব সমস্যা সমাধান করে দিয়েছি। আশা করছি, বিগত দিনের মতো এবারের নির্বাচনেও আলেম সমাজ সরকারের পাশে থাকবে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *